odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফেরদৌস ও শাহ আলী ফরহাদ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ January ২০১৯ ২৩:২৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ January ২০১৯ ২৩:২৭

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। গবেষণা সংস্থা সিআরআইয়ের সিনিয়র এনালিস্ট ফরহাদকে এই পদে নিয়োগের কথা জানিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপণ উল্লেখ করা হয়েছে, এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়। এর ফলে ব্যারিস্টার শাহ আলী ফরহাদ উপসচিব পদ মর্যাদা পাবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ফেরদৌস আহমেদ খান। এর আগেও মেয়াদেও তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে দায়িত্ব পালন করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: