odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 20th December 2025, ২০th December ২০২৫

ওয়ার্নারের অগ্নিঝরা প্রত্যাবর্তন

Akbar | প্রকাশিত: ১১ March ২০১৯ ০৮:০৬

Akbar
প্রকাশিত: ১১ March ২০১৯ ০৮:০৬

স্পোর্টস ডেস্ক: প্রায় দেড় মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারো মাঠে ফিরেই ৭৭ বলে ১১০ রান করেছেন ডেভিড ওয়ার্নার। নর্থ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটে র্যান্ডউইক পিটারশামের হয়ে খেলতে নামেন ওয়ার্নার। প্রতিপক্ষ ছিলেন পেনরিথ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৩ রান করে পেনরিথ। জবাবে ব্যাট হাতে ভয়ঙ্কর রূপ নেন ওয়ার্নার। চারটি চার ও সাতটি ছক্কা নিজের ১১০ রানের ইনিংসটি সাজান তিনি।

ওয়ার্নার রান পেলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন দলের অন্যান্য ব্যাটসম্যানরা। তাই ২১৯ রানে অলআউট হয় ওয়ার্নারের র্যান্ডউইক পিটারশাম। গত বছরের মার্চে কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং-এর দায়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বছরের জন্য স্মিথ-ওয়ার্নারকে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ করে। চলতি মাসের ২৮ তারিখ নিষেধাজ্ঞা শেষ হবে স্মিথ-ওয়ার্নারের।



আপনার মূল্যবান মতামত দিন: