odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

কুমিল্লায় দুই কলেজ শিক্ষককে অব্যাহতি

Akbar | প্রকাশিত: ৬ April ২০১৯ ২০:৩৫

Akbar
প্রকাশিত: ৬ April ২০১৯ ২০:৩৫

কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শনিবারের এইচএসসি পরীক্ষায় অনুমতি ছাড়া হল পরিদর্শকের দায়িত্ব পালন করা ও পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেয়ার অপরাধে দুই কলেজে শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, সাহেবাবাদ ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক তাছলিমা বেগম সিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজে হল পরিদর্শকের দায়িত্বে থাকার কথা থাকলেও তিনি শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে ইংরেজী পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন। এছাড়া একই দিন চান্দলা কেবি স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. আরিফুল ইসলাম সাহেবাবাদ ডিগ্রি কলেজ কেন্দ্রে হল পরিদর্শকের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দিচ্ছিলেন। এ কারণে তাদের পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: