odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 20th December 2025, ২০th December ২০২৫

বৃষ্টিতে বন্ধ ম্যাচ

Akbar | প্রকাশিত: ১৭ May ২০১৯ ১৮:০৪

Akbar
প্রকাশিত: ১৭ May ২০১৯ ১৮:০৪

ক্রীড়া: ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচে এখন উইন্ডিজের মোকাবেলা করছে টাইগাররা। ডাবলিনের ম্যালাহাইডের দ্যা ভিলেজ ক্রিকেট মাঠে বাংলাদেশ সময় ৩.৪৫ মিনিটে শুরু হয় খেলা।

টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফী। বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে খেলা। খেলা বন্ধ হবার আগ পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ২০.১ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৩১ রান।

শুরুতে বল হাতে আক্রমনের দায়িত্ব তুলে নেন দলপতি নিজেই। অন্যপ্রান্তে আক্রমনের দায়িত্ব পান তরুন পেস অল-রাউন্ডার সাইফউদ্দিন। দুই জনের যুগলবন্দীতে প্রথম ২ ওভারে মাত্র ৩ রান তুলতে সক্ষম হয় উইন্ডিজ ওপেনাররা।

এরপরই স্বভাবজাত খেলায় ক্রিজে থিতু হতে থাকেন উইন্ডিজের দুই ওপেনার। বাংলাদেশের বোলাররা যেন কোনরকম পাত্তাই পাচ্ছিলোনা এই দুই ব্যাটারের কাছে। শাই হোপ-অ্যামব্রিস মিলে চড়াও হতে থাকেন বাংলাদেশের বোলারদের উপর।

শাই হোপ-অ্যামব্রিস দুজনেই তুলে নিয়েছেন ব্যাক্তিগত অর্ধশতক। শাই হোপ অপরাজিত আছেন ব্যাক্তিগত ৬৮ রানে। সতীর্থ সুনিল অ্যামব্রিসের সংগ্রহ ৫৯ রান।

দিনের আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানাগেছে স্থানীয় সময় সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯ টার দিকে ৫১ শতাংশ এবং ১০টার দিকে ৪৭ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। হয়েছেও তাই, তবে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলতে পারে।

এছাড়া বিকেল ৩টার দিকে আবারো হানা দিতে পারে বৃষ্টি। এবার বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে ৪০ শতাংশ। তবে টাইগার ভক্তদের জন্য আশার কথা হলো বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত আর কোন বৃষ্টির সম্ভাবনা থাকবে না।



আপনার মূল্যবান মতামত দিন: