odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫
ছেলে শত শত কোটি টাকার মালিক

বাবা হতদরিদ্র বাদাম বিক্রি করে জিবিকা নির্বাহ করে,

odhikar patra | প্রকাশিত: ৮ August ২০১৯ ০৫:৫৬

odhikar patra
প্রকাশিত: ৮ August ২০১৯ ০৫:৫৬

 

রাকিব হাসান: আমার পাশের মানুষটি দলিল লেখক গিয়াস উদ্দিনের হতদরিদ্র বাবা। বাদাম বিক্রি করেন। তার ছেলে শত শত কোটি টাকার মালিক। ঢাকাতে ১৪ টি বিল্ডিংসহ বেশ কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরী রয়েছে। কিন্তু বাবা-মায়ের খবর নেয়না। তারা থাকে জীর্ণশীর্ণ কুটিরে। এই কোটিপতির এক ভাই দিনমজুর, আরেক ভাই ইলেট্রিশিয়ান।

গিয়াস উদ্দিন (এখন নামের শেষে চৌধুরী) কোটিপতি হলেও পেশায় মুলত দলিল লেখক। ভুয়া, জাল দলিল করে সংখ্যালঘুদের জমিজমা লিখে নিয়েছেন গিয়াস। এছাড়া নিরীহ মানুষের শত শত বিঘা জমি জাল দলিলের মাধ্যমে এসিআই কোম্পানীর কাছে বিক্রি করে তিনি এখন প্রায় ৬ শ কোটি টাকার মালিক।

মালেয়শিয়ার পর এবার আমেরিকাতে সেকেন্ড হোম গড়তে আগামীকাল বিকেলের ফ্লাইটে আমেরিকা যাচ্ছেন। অথচ তার হতভাগ্য বাবা দিন এনে দিন খায়। মা বিনাচিকিৎসায় দিন কাটায়। ছেলে কোনো খোঁজ খবর রাখেন না। ছেলের প্রাসাদে গেলে ‘দা’ নিয়ে বাবা-মাকে তাড়া করেন ছেলে আর তার বউ।

গিয়াসের অবৈধ সম্পদের রিপোর্ট করতে গেলে তার বাবার অনুরোধ -‘খারাপ হোক, সে আমার ছেলে। দয়া করে তার বিরুদ্ধে রিপোর্ট করবেন না। না খেয়ে থাকলেও আমাদের কোনো অভিযোগ নেই।’ কিন্তু আমি নিরুপায়। এই কুলাঙ্গারের কোনো ছাড় নাই। রিপোর্ট আমাকে করতেই হবে। বিস্তারিত আসছে ক্রাইম সার্চে……চোখ রাখুন বিজয় টিভির পর্দায়।

 

রাকিব হাসান: বিজয় টিভির ক্রাইম সার্চ টিমের প্রধান



আপনার মূল্যবান মতামত দিন: