odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সকল কোচিং বন্ধ ঃঃ দীপু মনি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ October ২০১৯ ০১:০২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ October ২০১৯ ০১:০২

ঢাকা, সোমবার ১৪ অক্টোবরঃ   জেএসসি ও জেডিসি পরীক্ষার কারণে আগামী ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সকল কোচিং বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং এবং আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এ নির্দেশ দেন।

আগামী ২ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেএসসি ও জেডিসি পরীক্ষা চলবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়ার জন্য কোচিং সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। পরীক্ষা চলাকালীন সময়ে কোথাও কোচিং খোলা রাখা যাবে না।

‘কতিপয় শিক্ষক ক্লাসে না পড়িয়ে কেচিংয়ে পড়ান। এটা খুবই অনৈতিক,’ বলেন তিনি।

 (ইউএনবি)



আপনার মূল্যবান মতামত দিন: