odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

বাস দুর্ঘটনায় ৭ জন নিহত

odhikar patra | প্রকাশিত: ১৪ November ২০১৯ ১৬:০৭

odhikar patra
প্রকাশিত: ১৪ November ২০১৯ ১৬:০৭

ইন্দোনেশিয়ার টোল আদায় করা একটি ব্যস্ত সড়কে যাত্রীবাহী দু’টি বাসের মধ্যে বৃহস্পতিবার ভয়াবহ সংঘর্ষে সাতজন নিহত ও ১৬ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র। রাজধানী জাকার্তার সাথে যোগাযোগ স্থাপন করা পশ্চিম জাভার একটি সড়কে মধ্যরাতের পরপরই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এক বাস চালক তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসকে জোরে ধাক্কা দিলে সাতজন নিহত ও ১৬ জন আহত হয়। নিহতদের মধ্যে এক বাস চালকও রয়েছে, পশ্চিম জাভার পলিশ মুখপাত্র ত্রুনোউদো উইজনু আনদিকো জানান।
তিনি আরো জানান, এ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারানো বাসের চালক আহত হলেও তার গাড়ির কোন যাত্রী আহত হয়নি।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গত সেপ্টেম্বর মাসে পশ্চিম জাভার সুকাবুমি অঞ্চলে গিরিখাতে একটি বাস পড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: