odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 20th December 2025, ২০th December ২০২৫

পাকিস্তানের বিপক্ষে টেস্টের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ January ২০২০ ০৯:৪৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ January ২০২০ ০৯:৪৩

 

ঢাকা, ২৬ জানুয়ারি ২০২০  : প্রথম দফায় টি-২০ সিরিজ শেষে দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে যা শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ঐ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জির অধিনে টেস্ট প্রস্তুতি শুরু করেছে এই ফরম্যাটের বিশেষজ্ঞ খেলোয়াড়রা।
এবার তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ। প্রথম দফায় হচ্ছে চলমান টি-২০ সিরিজ। এরপর দ্বিতীয় দফায় একমাত্র টেস্ট খেলবে পাকিস্তান। আর তৃতীয় ও শেষ দফায় দ্বিতীয় টেস্ট এবং একমাত্র ওয়ানডে খেলবে টাইগাররা। ওয়ানডে হবে ৩ এপ্রিল। করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ এপ্রিল। দুই ম্যাচের টেস্ট সিরিজ বিশ্ব চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত।
তাই প্রথম টেস্ট সামনে রেখে মিরপুরে অনুশীলন করছে টেস্ট বিশেষজ্ঞ খেলোয়াড়রা। সুইং ও বাউন্সারের ব্যাপারে পরামর্শ দিচ্ছেন ম্যাকেঞ্জি। ব্যাটসম্যানদের সাথে সুইং ও বাউন্সার নিয়েই কাজ করছেন তিনি, ‘আমি টেস্ট খেলোয়াড়দের সাথে সময় ব্যয় করছি, যারা টি-২০ দলে নেই। কিছু নতুন খেলোয়াড় সর্ম্পকে জানতে পারাটা সত্যিই ভালো হয়েছে এবং তাদের দক্ষতা বাড়াতে চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই তারা গেল কয়েক মাসে ভালো ফলাফল করতে পারেনি এবং তবে এটি কাউকে খারাপ খেলোয়াড় করেনি। এটি খেলোয়াড়কে দক্ষতা বাড়াতে ও আরও সর্তক হতে সহায়তা করেছে।’
টানা সাত টেস্ট হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। ২০১৮ সালে সর্বশেষ টেস্ট জিতেছিলো টাইগাররা। সেটি জিম্বাবুয়ের বিপক্ষে। ম্যাকেঞ্জি বলেন, ‘আমি মনে করি, টেস্টে বাউন্সার বলের বিষয়ে এবং যদিও আমরা উপমহাদেশে খেলবো এবং আমরা জানি পাকিস্তানে ভালো উইকেট হবে ও দ্রুতগতির উইকেট হবে।’
বিশ্ব ক্রিকেটে রিভার্স সুইংএর জন্য পাকিস্তানের বোলারদের সুনাম বেশি। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে বেশ পটু তারা। তাই রিভার্স সুইং নিয়েই বেশি কাজ করছেন বলে জানান ম্যাকেঞ্জি, ‘আমরা রিভার্স সুইং নিয়ে নিজেদের প্রস্তুতি নিচ্ছি। বেশ কিছু ভালো বাঁ-হাতি বোলারদের দিয়ে ম্যাচের অনুশীলন হচ্ছে। সৌভাগ্যক্রমে, আমরা ভালো বাঁ-হাতি বোলার পেয়েছি এবং আমরা শুধু তাদের অ্যাঙ্গেল নিয়েই কথা বলছি। আমরা এটি দিয়ে প্রভাব তৈরির চেষ্টা করবো।’



আপনার মূল্যবান মতামত দিন: