odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

যুক্তরাষ্ট্রে তৃতীয় দিনের মতো করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭শ’র নিচে : জনস হপকিন্স

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৮ May ২০২০ ০২:১১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৮ May ২০২০ ০২:১১

 

 

ওয়াশিংটন, ২৭ মে, ২০২০ : যুক্তরাষ্ট্রে পর পর তৃতীয় দিনের মতো মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭শ’ জনের নিচে নেমে এসেছে। মঙ্গলবার জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় ০০৩০ টা) গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ৬৫৭ জন প্রাণ হারিয়েছে।
তারা জানায়, এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ৯৮ হাজার ৮৭৫ জনে দাঁড়ালো এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে।
বৈশ্বিক এ মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ফলে দেশটিতে মৃতের ও আক্রান্তের সংখ্যা অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।



আপনার মূল্যবান মতামত দিন: