odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও বেশি মানুষের মৃত্যু

odhikar patra | প্রকাশিত: ১৮ June ২০২০ ০২:৩৮

odhikar patra
প্রকাশিত: ১৮ June ২০২০ ০২:৩৮

 

ওয়াশিংটন, ১৭ জুন, ২০২০ : যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ৭৪০ জন প্রাণ হারিয়েছে। এর ফলে কোভিড-১৯ ভাইরাসে দেশটির মোট মৃতের সংখ্যা প্রথম বিশ্বযুদ্ধে নিহতের সংখ্যাকে ছাড়িয়ে গেল।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় বুধবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই প্রতিষ্ঠানের নতুন পরিসংখ্যান অনুযায়ী, এনিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ১৬ হাজার ৮৫৪ জনে দাঁড়ালো।
দেশটিতে গত দু’দিন মৃতের সংখ্য ৪শ’র নিচে থাকার পর আজ এ সংখ্যা বাড়লো। যুক্তরাষ্ট্রে রোববার ৩৮২ জন এবং সোমবার ৩৮৫ জন করোনায় প্রাণ হারায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরসে নতুন করে ২৩ হাজার ৩৫১ জন আক্রান্ত হওয়ায় দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২১ লাখ ৩৪ হাজার ৯৭৩ জনে দাঁড়ালো।
ফলে যুক্তরাষ্ট্র হচ্ছে এ মহামারিতে বিশ্বের যেকোন দেশের তুলনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ।
ইতোমধ্যে গত এপ্রিল মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ভিয়েতনাম যুদ্ধে নিহত তাদের সৈন্যের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন আক্রান্তের তালিকায় নতুন করে প্রায় ২০ হাজার করোনা রোগী যোগ হওয়া অব্যাহত রয়েছে এবং দেশটির এক ডজনেরও বেশি অঙ্গরাজ্যে এ মহামারি শুরুর পর নতুন করে সর্বোচ্চ সংখ্যক মানুষ কনোরায় আক্রান্ত হচ্ছে। দেশটি আক্রান্তের এ উচ্চ হার কমিয়ে আনতে লড়াই করে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্র তাদের অর্থনীতির চাকা সচল রাখতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: