odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

মেক্সিকোতে একই পরিবারের ৬ সদস্য নিহত

odhikar patra | প্রকাশিত: ২১ June ২০২০ ০২:০৬

odhikar patra
প্রকাশিত: ২১ June ২০২০ ০২:০৬

 

সেলায়া (মেক্সিকো), ২০ জুন, ২০২০  : মেক্সিকোর মধ্যাঞ্চলে একই পরিবারের ছয় সদস্যকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে একটি শিশু রয়েছে।
সশস্ত্র একটি গ্রুপ বাসায় প্রবেশ করে তাদেরকে হত্যা করে। স্থানীয় প্রসিকিউটরের দপ্তর একথা জানায়। খবর এএফপি’র।
তারা জানায়, বন্দুকধারীরা বৃহস্পতিবার রাতে গুয়ানাজুয়াতো রাজ্যের সেলায়ায় ওই বাসায় ঢুকে পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি করে। এতে তারা নিহত হয়।
প্রসিকিউটরের দপ্তর শুক্রবার জানায়, তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল থেকে তিন নারী, দুই পুরুষ এবং এক শিশুর লাশ উদ্ধার করেছে। শিশুটির বয়স ও লিঙ্গ সম্পর্কে কিছু জানানো হয়নি।
নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, ঘটনাস্থল থেকে আহত অপর দুই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
সেলায়ার মেয়র এ হত্যাকান্ডের নিন্দা জানিয়ে বলেছেন, তিনি ঘটনাটি তদন্তে সহায়তা করবেন



আপনার মূল্যবান মতামত দিন: