odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 20th December 2025, ২০th December ২০২৫

জাতির পিতার সমাধিতে যুবলীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৭ November ২০২০ ০৪:১৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৭ November ২০২০ ০৪:১৫

 

গোপালগঞ্জ, ১৬ নভেম্বর ২০২০  : জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
আজ সোমবার বিকাল ৩টার দিকে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, শেখ সোহেল উদ্দিন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফজলে নাঈম, মো রফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: