odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 20th December 2025, ২০th December ২০২৫

ম্যারাডোনা আর নেই

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ November ২০২০ ০৬:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ November ২০২০ ০৬:০০

 

বুয়েন্স আয়ার্স, ২৫ নভেম্বর, ২০২০  : আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তার এক মুখপাত্র আজ এই ঘোষণা দিয়েছেন।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মৃত্যুবরণ করেছেন বলে বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন তার এক প্রতিনিধি।
কয়েক সপ্তাহ আগে ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপাচার করানো হয়েছিল। ওই সময় তার মস্তিষ্ক থেকে রক্তপিন্ড অপসারণ করা হয়েছিল বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক। চিকিৎসা শেষে তিনি হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছিলেন। ছাড়া পাবার দুই সপ্তাহ পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই ফুটবল কিংবদন্তী।



আপনার মূল্যবান মতামত দিন: