odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 20th December 2025, ২০th December ২০২৫

এবার দাদীকে হারালেন সাকিব আল হাসান

A.I Amir | প্রকাশিত: ১৪ January ২০২১ ১৩:০০

A.I Amir
প্রকাশিত: ১৪ January ২০২১ ১৩:০০



ডিসেম্বরে ফুপা ও শ্বশুরকে হারিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। এবার দাদীকে হারালেন। বুধবার (১৩ জানুয়ারি) সাকিবের দাদী রেবেকা নাহার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাত দশটার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৭ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রেবেকা নাহারের নাতী (মেয়ের ছেলে) জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল। তিনি জানান, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন রেবেকা নাহার। সবশেষ মঙ্গলবার ঢাকার নিউরো সাইন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে।

রেবেকা নাহার দুই ছেলে, তিন মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাদের মধ্যে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলছেন। আর মেয়ের ছেলে মেহেদি হাসান উজ্জ্বল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ছিলেন।

উল্লেখ্য, গেল বছরের ১৫ ডিসেম্বর সাকিব আল হাসানের ফুপা ওমর আলী (৬৭) ও ১৭ ডিসেম্বর শ্বশুর মমতাজ আহমেদ (৭২) মারা যান।



আপনার মূল্যবান মতামত দিন: