ঢাকা | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

লকডাউন মানতে রাজি না বেনাপোলের মানুষ

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১ ০১:০৭

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১ ০১:০৭

 
মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে দ্বিতীয় দফা লকডাউন চলছে অথচ গতকাল সোমবার (৬ এপ্রিল) দ্বিতীয় দিনেই বেনাপোলের বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে শতশত মানুষের ভিড় দেখে মনে হচ্ছে, দেশ করোনামুক্ত হয়ে গেছে। কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই, কেউ মানতে রাজি নন সরকারের জারি করা নির্দেশনা। এদিকে সন্ধ্যা ৬টার পর বেনাপোল পোর্ট থানা পুলিশ একটি টিম নিয়ে থানাধীন বিভিন্ন এলাকায় গিয়ে দেখে প্রতিটা দোকান ও মোড়ে মোড়ে মানুষের আড্ডা চলছে।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাত ৯টা বাজলেও দোকান বন্ধ না করে আড্ডা দিচ্ছে সাধারণ মানুষ। ঢিলেঢালা লকডাউন আর সাধারণ মানুষের আচরণ সব মিলে প্রত্যাশার লকডাউন নেই বললেই চলে বেনাপোলে। মানুষকে সচেতন করার জন্য সকলকে সাথে নিয়ে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

 



আপনার মূল্যবান মতামত দিন: