odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

রাজশাহীতে দোকানে মূল্য তালিকা না থাকায় জরিমানা গুনলো ৫ দোকানি

Biplob | প্রকাশিত: ২৩ April ২০২১ ২২:৫৯

Biplob
প্রকাশিত: ২৩ April ২০২১ ২২:৫৯

রাজশাহীতে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় দোকানে মূল্য তালিকা ঝোলানো না থাকায় নগরীর বেশ কয়েকটি দোকানে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) ছুটির দিনেও নগরীর সাহেববাজার ও উপশহর নিউমার্কেট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান পরিচালিত হয়।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। রাজশাহী মহানগর পুলিশের একটি দল তাঁকে সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের হাসান-আল-মারুফ জানান, অভিযান পরিচালনার সময় মূল্য তালিকা না থাকায় নগরীর সাহেববাজার এলাকায় টোটন স্টোরকে এক হাজার টাকা, মেসার্স এস আর চাল ভাণ্ডারকে এক হাজার টাকা এবং সেলিম সবজির দোকানকে একই অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে সুশীল স্টোরকে তিন হাজার টাকা এবং একই অপরাধে উপশহর নিউমার্কেট এলাকার রিজিক ভাণ্ডারকে দুই হাজার টাকা টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। একইসাথে সবাইকে ভোক্তা আইন মেনে চলতে উদ্বুদ্ধ করণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকিং করে নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে করতে উদ্বুদ্ধ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা হাসান-আল-মারুফ।



আপনার মূল্যবান মতামত দিন: