odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

ঈদ আনন্দ ভাগাভাগি করতে অসহায়ের পাশে রেশমা জামান

Biplob | প্রকাশিত: ১০ May ২০২১ ০২:৩৮

Biplob
প্রকাশিত: ১০ May ২০২১ ০২:৩৮

কেরানীগঞ্জ, প্রতিনিধিঃ করোনা-সংকটে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন অনেকে৷ কোথাও বসেছে ‘মানবতার বাজার'৷

কোথাও মাত্র এক টাকায় খাদ্যপণ্য কিনতে পারছেন গরিব মানুষ৷ কোথাও অসহায়দের সহায় হয়েছে ‘মানবতার ঘর’৷

এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জ মডেল থানা যুব মহিলা লীগের সভাপতি রেশমা জামান করোনা সংকটে র শুরু থেকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা র দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন বলে জানা গেছে এলাকা বাসীর কাছে।

এবছর ও তার নিজ অর্থায়নে রবিবার (৯মে) সকাল থেকে তিনি নিজে উপস্থিত থেকে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এই সহযোগিতা প্রদান করে আসেন। এবং মাস্ক বিতরণ করেন। এইসব সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত অসহায় ও কর্মহীন মানুষ।

এ প্রসঙ্গে যুব মহিলা লীগের সভাপতি রেশমা জামান বলেন, সামর্থ্য অনুযায়ী প্রতিবারের মতো এবছরও করোনা র দ্বিতীয় ঢেউ মোকাবেলায় অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা।

সকলের কাছে আহ্বান ‘করোনার এই দুঃসময়ে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করুন’



আপনার মূল্যবান মতামত দিন: