odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

মালয়েশিয়ায় নৌকা ডুবে ১৬ জনের মৃত্যু

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১৭ December ২০২১ ০৮:১৪

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১৭ December ২০২১ ০৮:১৪

 

কুয়ালালামপুর, ১৬ ডিসেম্বর, ২০২১  : মালয়েশিয়ায় একটি নৌকা ডুবে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। অনুসন্ধান ও উদ্ধার দলের সদস্যরা সমুদ্র উপকূলে ইন্দোনেশিয়ার আরো পাঁচ অভিবাসীর লাশ পাওয়ায় এ সংখ্যা বেড়ে যায়। খবর এএফপি’র।
দেশটির দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের সমুদ্র উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বুধবার নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে প্রায় ৫০ যাত্রী ছিল। তারা অবৈধভাবে প্রতিবেশি দেশ মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা  করেছিল।
কোস্টগার্ড জানায়, দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে টহলরত সৈন্যরা সমুদ্র উপকূল থেকে ১১ জনের লাশ উদ্ধার করে। তারা বৃহস্পতিবার আরো তিন পুরুষ ও দুই নারীর লাশ উদ্ধার করে।
দুর্ঘটনায় এখনো ২০ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ তাদের সন্ধানে নৌযান ও বিমানের সাহায্যে তল্লাশি অভিযান চালাচ্ছে।
দুর্ঘটনায় ১৪ জন প্রাণে বেঁচে গেছেন এবং তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: