odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

মালয়েশিয়ায় মহাসড়কে দুর্ঘটনায় ১০ জন নিহত

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১৯ December ২০২১ ০৪:১৮

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১৯ December ২০২১ ০৪:১৮

 

কুয়ালালামপুর, ১৮ ডিসেম্বর, ২০২১ : মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি মহাসড়কে দুর্ঘটনায় ৮ শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়। 
সেলাঙ্গর দমকল বিভাগ জানিয়েছে, তিনটি গাড়ি এবং একটি ট্রেলার লরির সংঘর্ষজনিত  দুর্ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটে। উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস এক বিবৃতিতে বলেছেন, তারা রাত ১১টা ৪২ মিনিটে (১৫৪২ জিএমটি) এই দুর্ঘটনার খবর পেয়েছেন।
তিনি বলেন, দুর্ঘটনায় ১৭ জন আহত হয়েছেন, এদের মধ্যে ১০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মৃতদের একজন পুরুষ, একজন নারী এবং অন্য আটজন শিশু। শিশুদের মধ্যে ৫জন ছেলে, ৩ জন মেয়ে।
ট্রেলারে চাপা পড়া গাড়ীগুলো থেকে হতাহতদের উদ্ধারে একটি ক্রেন ব্যবহার করতে হয়েছে



আপনার মূল্যবান মতামত দিন: