odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 20th December 2025, ২০th December ২০২৫

ফের বাবা হলেন তাসকিন

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২৯ April ২০২২ ২০:৫২

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২৯ April ২০২২ ২০:৫২

 

মাঠের ক্রিকেটে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। তার আগুনে বোলিংয়ে পুড়েছে দক্ষিণ আফ্রিকা, ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। এবার মাঠের বাইরেও দারুণ এক সুখবর পেয়েছেন তাসকিন। ফের বাবা হলেন তাসকিন। তার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক রাজকন্যা।

শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন ২৭ বছর বয়সী এ পেসার। তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমা দম্পতির কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসকিন নিজেই জানিয়েছেন এ সুখবর।

নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে দেওয়া বার্তায় তাসকিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’

ঈদের আগ মুহূর্তে এমন খুশির খবরে উচ্ছ্বসিত তাসকিনের অনুরাগীরা। সমর্থকরা তার পোস্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর ছেলের বাবা হয়েছেন তাসকিন। তার ছেলের নাম তাশফিন আহমেদ রিহান। তাসকিন ও সৈয়দ রাবেয়া নাঈমার ৫ বছরের দাম্পত্যে এবার দ্বিতীয় সন্তানের জনক-জননী হলেন তারা। এর আগে ২০১৭ সালের ৩১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দুজন।



আপনার মূল্যবান মতামত দিন: