odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ May ২০২২ ২১:৪৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২ May ২০২২ ২১:৪৭

মধ্যপ্রাচ্যের সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত (ইউএই), দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া-মালয়েশিয়া ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।

মুসলমানদের অন্যতম বৃহৎ এ উৎসবে এসব দেশের মুসল্লিরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার সকালে ঈদের নামাজ আদায় করেছেন। এসব দেশে রোববার রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হয়। আর সোমবার উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশেও আজ ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। অস্ট্রেলিয়া, কুয়েত, ইরাক, ইয়েমেন, মিশর, তিউনিশিয়া, সুদান, আলজেরিয়া, মৌরিতানিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিরিয়াসহ বিশ্বের বহু দেশে সোমবার ঈদুল ফিতর উদযাপিত।

অন্যদিকে বাংলাদেশের আকাশে রোববার কোথাও ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার ৩০ রোজা পূর্ণ হবে। মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এছাড়া প্রতিবেশী দেশ ভারতেও মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপন করা হবে।

একইসঙ্গে ইরান ও পাকিস্তানে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার দেশ দুটিতে ৩০তম রমজান পালিত হবে এবং মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: