odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

ক্ষমা চেয়েছেন পুতিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ May ২০২২ ০৪:৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ May ২০২২ ০৪:৫০

 

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের হলোকাস্ট সম্পর্কিত বিতর্কিত মন্তব্যের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমা গ্রহণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার দুই নেতার ফোনালাপের সময় রুশ প্রেসিডেন্ট পুতিন ক্ষমা চেয়েছেন।

তবে ফোনালাপের পর রাশিয়ার পক্ষ থেকে যে বিবৃতি দেয়া হয়েছে, সেখানে ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ নেই।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হলে রাশিয়া ও ইউক্রেনের মাঝে সম্ভাব্য মধ্যস্ততাকারী হিসেবে আবির্ভূত হয় ইসরায়েল। উভয় দেশের সঙ্গেই দেশটির ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু এই সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হলোকাস্ট নিয়ে আপত্তিকর মন্তব্য করলে মধ্যস্ততাকারী হিসেবে ইসরায়েল ভূমিকা পালন করবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা যায়।

ইতালীয় নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, ইউক্রেনে নাৎসি উপাদান থাকতে পারে, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি একজন ইহুদি এবং তার পূর্বপুরুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলোকাস্টের শিকার।

ল্যাভরভ ইউক্রেনের প্রেসিডেন্টের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, হিটলারেরও ইহুদি পূর্বপুরুষ ছিল, তাই এটা মোটেও নতুন কিছু নয়। ইহুদি জনগনের থেকেও আমরা পূর্বে শুনেছি সবচেয়ে বড় এন্টাই-সেমাইট ছিল ইহুদিরাই।

তার এই বক্তব্যের পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ের লাপিদ বলেছিলেন, ‘ল্যাভরভের বক্তব্য ক্ষমার অযোগ্য ও কলঙ্কজনক ঐতিহাসিক ভুল।’ তিনি রাশিয়াকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ইসরায়েলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করে ল্যাভরভের বক্তব্যের নিন্দা জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন: