odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে জার্মানির বিদায়কে ‘চরম বিপর্যয়’ বললেন মুলার

odhikarpatra | প্রকাশিত: ৩ December ২০২২ ০৯:৩৬

odhikarpatra
প্রকাশিত: ৩ December ২০২২ ০৯:৩৬

ফিফা বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মত নক-আউট পর্বে উঠতে ব্যর্থ  চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। চলমান কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা। 

গতরাতে আল-খোরে আল-বায়াত স্টেডিয়ামে গ্রুপ-ই’তে নিজেদের শেষ ম্যাচে জার্মানি ৪-২ গোলে হারায় কোস্টা রিকাকে। 
এ ম্যাচ জয়ের পরও গ্রুপ পর্বের বাঁধা টপকাতে পারেনি জার্মানি। স্পেনের সাথে সমান ৪ করে পয়েন্ট জার্মানদের। গোল পার্থক্যে পিছিয়ে পড়ে গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপ শেষ করতে হয় জার্মানিকে। স্পেনের গোল +৬। জার্মানির +১ গোল। 
২০১৪ বিশ্বকাপ জয়ের পর টানা দুই আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো জার্মানি। বিশ্বকাপ থেকে জার্মানির এমন বিদায়কে ‘চরম বিপর্যয়’ বলছেন বিশ্বকাপ জয়ী দলের স্ট্রাইকার থমাস মুলার। 
কোস্টা রিকার সাথে ম্যাচ শেষে মুলার বলেন, ‘এটা চরম বিপর্যয়। আমাদের জন্য এটি অবিশ্বাস্যরকমের তিক্ত অভিজ্ঞতা। আমাদের ফলাফল যথেষ্ট ছিল না (যদি জাপানের কাছে স্পেন না হারতো)। শক্তিহীনতার অনুভূতি হচ্ছে।’
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অভিষেক হওয়া মুলার বলেন, ‘যদি জার্মানির হয়ে এই ম্যাচই আমার ক্যারিয়ারের শেষ হয়, তাহলে এটা পরম আনন্দের। সবাইকে অনেক ধন্যবাদ।’
দলের সাথে কাটানো সময়গুলো উপভোগ করেছেন উল্লেখ করে  মুলার বলেন, ‘আমরা একসাথে অবিশ্বাস্য মুহূর্ত কাটিয়েছি। প্রতিটি ম্যাচেই আমি আমার সেরাটা দেয়ার  চেষ্টা করেছি। আমি এটা ভালোবাসা দিয়ে করেছি। বিশ্বকাপে চরম বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে আমাদের।’ 
জার্মানির বিদায়ের জন্য দলের বাজে পারফরমেন্সের দিকে আঙুল তুলেছেন কোচ হানসি ফ্লিক। তিনি বলেন, ‘আপনি যদি আমাদের খেলাগুলো ও গোল সংখ্যা দেখেন, যেখানে আমাদের দোষ ছিলো। আমি নিশ্চিত স্পেন ও জাপানের বিপক্ষে আমরা গোলের সেরা সুযোগগুলো নষ্ট করেছি।’
বিশ^কাপ থেকে জার্মানির বিদায়ে অনিশ্চিত ভবিষ্যৎতের মুখে পড়েছেন ফ্লিক। তারপরও দলের ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ‘ইউরোর আলোকে, এখন এটা নিয়ে (ভবিষ্যৎ) কথা বলা কঠিন। কিন্তু আমাদের বিশ্বকাপ নিয়ে মূল্যায়ন করতে হবে ও ভিন্ন দিকে এগোতে হবে। খুব শীঘ্রই পরবর্তী ধাপ নিয়ে ভাবতে শুরু করবো। ভবিষ্যৎ কেমন হয় এবং কিভাবে আমাদের পরিকল্পনা  বাস্তবায়ন করা যায়। আমরা সবকিছু মূল্যায়ন করবো।’ 



আপনার মূল্যবান মতামত দিন: