ঢাকা | বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২১ মার্চ ২০২৩ ০৪:১২

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২১ মার্চ ২০২৩ ০৪:১২

ওবায়দুল হক খান:

"ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ" শিরোনামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে দেশব্যাপী সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি চলছে। দেশব্যাপী চলমান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  গতকাল সোমবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৪টায় দীর্ঘ এক যুগ পর সিরাজদিখান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিরাজদিখান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মো. কামাল হোসেন লাল এর সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম চৌধুরী চঞ্চল এর সঞ্চালনায় ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. তারানা হালিম, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজ্বী মহিউদ্দিন আহমেদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. সালমা হাই টুনি, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় উপ ধর্ম বিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, কার্যনির্বাহী সদস্য মোঃ ফয়সাল হোসেন, জাতীয় পরিষদ সদস্য এডভোকেট মার্সেলা সুইটি হালদার।

সম্মেলনের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ খান বাবু, সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু। উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিলর ডেলিগেট সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।



আপনার মূল্যবান মতামত দিন: