odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 12th December 2025, ১২th December ২০২৫

পাকিস্তানের জাকাত বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে নিহত ১১

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ April ২০২৩ ০৪:৫৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ April ২০২৩ ০৪:৫৬

পাকিস্তানের একটি জাকাত বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। করাচির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল এন্ড ট্রেডিং এস্টেট (এসআইটিই) এলাকায় একটি বেসরকারি কোম্পানির কর্মীদের পরিবারের মধ্যে শুক্রবার এই জাকাত বিতরণ করা হচ্ছিল।

তবে পুলিশ সার্জন ড. সুমাইয়া সাইদ জানান, ৯ টি মৃতদেহ আব্বাসি শাহীদ হাসপাতালে নেওয়া হয়েছে। এদের সাতজন নারী এবং দুইজন বালক।

কিয়ামারি জেলার ঊর্ধ্বতন পুলিশ সুপারিন্টেনডেন্ট ফিদা হুসেইন বলেন, জাকাত নিতে অসেন শত শত নারী। আর বিশাল ভিড় জমে যাওয়ার ভয়ে কোম্পানির স্টাফরা কারখানার ফটক বন্ধ করে দেয়। ভেতরে যারা জাকাত নিতে জড়ো হয়েছিলেন সেখানে লাইন ধরে দাঁড়ানোর কোনও ব্যবস্থা ছিল না। স্থানীয় পুলিশকেও জাকাত বিতরণের বিষয়ে কিছু জানানো হয়নি।

 



আপনার মূল্যবান মতামত দিন: