odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

টুকু-নবীসহ ১৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে আরও দুই মামলা

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৩১ July ২০২৩ ০২:০৯

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৩১ July ২০২৩ ০২:০৯

ডেক্স নিউজ :

গত শনিবার (২৯ জুলাই) বিএনপির ডাকা অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের অভিযোগে ডেমরা ও দারুসসালাম থানায় আরও দুটি মামলা হয়েছে।

দারুস সালাম থানার এসআই মো. আছিবুর রহমান তুষার বাদী হয়ে পেনাল কোডের ১৪৩/৩৩২/৩৫৩ ধারায় ও ১৯০৮ সালের বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৪৯। মামলায় আসামি করা হয়েছে বিএনপির স্থানীয় ৫২ নেতাকর্মীকে। 

দারুস সালাম থানার ওসি আমিনুল বাশার বলেন, মামলায় ৫২ জনকে গ্রেপ্তার করে আজকে আদালতে রিমান্ড চেয়ে সোপর্দ করা হলে আদালত রিমান্ড মঞ্জুর করেননি। দায়ের করা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ১০৭ স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানীর ডেমরা থানায় মামলা হয়েছে।

থানার এসআই অংকন সরকার বাদী হয়ে পেনাল কোডের একই ধারায় তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তবে এই মামলায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এ নিয়ে আজ রবিবার (৩০ জুলাই) দুপুর পর্যন্ত রাজধানীর ৯ থানায় দায়ের করা মামলার সংখ্যা দাঁড়ালো ১৩টি। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২০১ বিএনপি নেতাকর্মীকে।

এর আগে রাজধানীর বংশাল, সূত্রাপুর ও কদমতলী থানায় একটি করে, যাত্রাবাড়ী থানায় দুটি, বিমানবন্দর থানা একটি, উত্তরা পশ্চিম থানায় দুটি, উত্তরা পূর্ব থানায় তিনটি করে মামলা হয়েছে। দায়ের করা এসব মামলায় উল্লেখিত আসামি ৪৬৯ জন। ১১ মামলার মধ্যে ৯টিতে বাদী পুলিশ।

রবিবার (৩০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো. ফারুক হোসেন।



আপনার মূল্যবান মতামত দিন: