ঢাকা | রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

মুন্সিগঞ্জে ৯ বছরের শিশুকে বলৎকার 

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩ ২২:৫২

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩ ২২:৫২

নিজস্ব প্রতিবেদক : 

মুন্সিগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রামেরগাও এলাকার বখাটে মাহিম দেওয়ানের বিরুদ্ধে ৯ বছরের শিশুকে বলৎকার এর অভিযোগ উঠেছে।  

স্থানীয় সুত্রে যানাযায়, সমা দেওয়ানের ছেলে মাহিম দেওয়ান(২৩) এর বিরুদ্ধে মাদকাসক্ত এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে । মাহিম দেওয়ানের পিতা সমা দেওয়ান মাটি ভাড়া নিয়ে বসবাস করে আসছে । গতকাল বুধবার (৯ আগস্ট) বিকাল ৫টার দিকে রামের গাও এলাকায় টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে মাহিম দেওয়ানের নিজ ঘরে নিয়ে ৯ বছরের শিশুকে বলৎকার করেছে। চিৎকার,  চেচামেচি ও মাগো,মাগো করতে করতে ছেলে দৌড়ে বাড়িতে আসলে শিশুর বাবা-মা তার পায়ু পথে রক্তাক্ত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। ভিকটিম শিশুটি বর্তমানে ১২নং বেডে ব্যথায় কাতরাচ্ছে। শিশুর পায়ুপথের বিভিন্ন স্হানে মারাত্নক জখম হয়েছে।  

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডা: মো: সোহাগ হাসান বলৎকারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভিকটিম আশংকামুক্ত। আজ বৃহস্পতিবার সার্জারী ডাক্তারের মাধ্যমে ভিতরে কোন জখম আছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।  

ভিকটিমের পিতা মজিদ আলী জানান, আমার ছেলেকে টাকার প্রলোভন দেখিয়ে মাহিমের ঘরে নিয়ে বলৎকার করেছে। আমার শিশু ছেলে এখন মুমুর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আমি এই আসামীর কঠিন বিচার চাই। রামেরগাও গ্রামের মধ্যে বাড়িতে বাড়িতে নিজ বংশের মধ্যে বিয়ের প্রথা আগে থেকেই প্রচলিত রয়েছে। আদিম কাল থেকেই রামেরগাও গ্রামের প্রায় ৬০% লোক এই ভাবে বিয়ের পিড়িতে বসে আসছে।   

মুন্সিগঞ্জ সদর থানার ওসি মিজানুর রহমান বলৎকারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে আসামী মাহিম দেওয়ানের বিরুদ্ধে ৯ এর (১) এর ধারায় মামলা হয়েছে। যার নং (১৬)।



আপনার মূল্যবান মতামত দিন: