odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়েছে, সামনের নির্বাচনেও দেবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ September ২০২৩ ১৫:৫২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ September ২০২৩ ১৫:৫২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ-৩ আসন থেকে আমি তিনবার এমপি নির্বাচিত হয়েছি। ১০ বছর আগে কী ছিল তা আপনারা জানেন। জনগণ সবসময় উন্নয়নের পাশাপাশি শান্তিও চায়। আমার সংসদীয় আসনে রাজনৈতিক কোনো অস্থিরতা নেই।

আপনারাই ভালো জানেন আমি কতটুকু ভালো কাজ করছি। জনগণ ভালোবেসে আমাকে ভোট দিয়েছে। আশা করছি সামনের নির্বাচনেও আমাকে ভোট দেবে’।

দলীয় মনোনয়নের বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিকগঞ্জ-৩ আসনে পুনরায় আমাকে নৌকার মনোনয়ন দিলে আমি খুবই খুশি হব।

আমি মনে করি, দেশবাসী আমাকে আপন করে নেবে, আমাকে মূল্যায়ন করবে এবং ভালোবাসবে। ইনশাআল্লাহ, বিপুল ভোটে আমরা নির্বাচিত হব’।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার চান্দর গ্রামের স্বাস্থ্যমন্ত্রীর নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।



আপনার মূল্যবান মতামত দিন: