odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

২২৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ November ২০২৩ ২১:২১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ November ২০২৩ ২১:২১

আগামীকাল রবিবার বিকেলে ৩০০ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে পারে আওয়ামী লীগ। দলীয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে ২২৪টি আসনে নৌকার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে আছে অনেক নতুন মুখ। বাদ পড়েছেন বর্তমান অনেক সংসদ সদস্য। 

দলীয় সূত্র আরও জানায়, গত তিন দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। অর্থাৎ ৩০০ আসনের মধ্যে ২২৪টি আসন চূড়ান্ত হয়েছে।

রবিবার বিকেলে সাড়ে ৪টায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণার কথা রয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: