odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

ইরানে বায়ু দূষণের কারণে শিক্ষার্থী-কর্মচারীদের ঘরে থাকার নির্দেশ

odhikarpatra | প্রকাশিত: ১১ December ২০২৪ ২০:৩০

odhikarpatra
প্রকাশিত: ১১ December ২০২৪ ২০:৩০

অস্বাস্থ্যকর বায়ু দূষণের কারণে ইরানের কিছু অংশে ছাত্র এবং বেসামরিক কর্মচারীদের বুধ ও বৃহস্পতিবার বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে,  ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায় ।

সাম্প্রতিক দিনগুলিতে তেহরান ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। যেখানে সব সময় উচ্চ বায়ু দূষণের মাত্রা থাকে।

আলবোর্জ পর্বতমালার দক্ষিণ পাদদেশে অবস্থিত রাজধানী শহরের উপর টাওয়ার হিসেবে কাজ করে এবং দূষিত বায়ু আটকে রাখে।

বুধবার, স্থানীয় গণমাধ্যম ঘোষণা করেছে যে তেহরানে বাতাসের গুণমান অস্বাস্থ্যকর স্তরে পৌঁছেছে।

রাজধানীতে জাদুঘর এবং কয়েকটি নির্দিষ্ট শাখা ছাড়া সব ব্যাংক বন্ধ রয়েছে।

মধ্য ইরানের ইসফাহান এবং উত্তর-পশ্চিমে তাব্রিজসহ অন্যান্য বড় শহরগুলোতেও দূষণ প্রভাব ফেলেছে।

দক্ষিণ-পশ্চিমের আহভাজেও উচ্চ বায়ু দূষণের মাত্রা বিরাজ করছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায় । 

স্থানীয় গণমাধ্যম দূষণের জন্য কিছু শিল্প অবকাঠামোর জরাজীর্ণ অবস্থা, গাড়ির বহর এবং নিম্নমানের পেট্রলকে দায়ী করেছে।

সম্প্রতি সরকার কিছু নির্দিষ্ট বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত জ্বালানিকেও বায়ু দূষণের কারণ হিসেবে চিহ্নিত করেছে।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফরগান্দির মতে, প্রতি বছর ইরানে প্রায় ৫০,০০০ মানুষের অকাল মৃত্যুর জন্য বায়ু দূষণ দায়ী।



আপনার মূল্যবান মতামত দিন: