odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

যুক্তরাষ্ট্রে জ্বালানি রপ্তানি কমানোর হুমকি কানাডার

odhikarpatra | প্রকাশিত: ১২ December ২০২৪ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১২ December ২০২৪ ২৩:৫৯

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডিয়ান পণ্যের ওপর তার প্রতিশ্রুত শুল্ক আরোপ করলে কানাডার বৃহত্তম প্রদেশ যুক্তরাষ্ট্রে জ্বালানি রপ্তানি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে। অন্টারিওর প্রধানমন্ত্রী গতকাল বুধবার এই কথা বলেছেন।

অন্টারিওর প্রধানমন্ত্রী ডগ ফোর্ড প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর এই হুমকি দিয়েছেন। অন্টারিওর প্রধানম কানাডার টরন্টো থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

ট্রাম্প কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি পণ্যের ওপর ২৫শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প উভয় দেশকেই মাদক, অবৈধ অভিবাসী এবং ফেন্টানাইল জাতীয় মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশে ব্যর্থহওয়ার জন্য অভিযুক্ত করেছেন।

ফোর্ড সাংবাদিকদের বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে জ্বালানি সরবরাহ সম্পূর্ণরপে বন্ধ করে দিতে পারি। এমনকি মিশিগান, নিউইয়র্ক রাজ্যে এবং উইসকনসিনেও  জ্বালানি রপ্তানি বন্ধ করে দিতে পারি।

ট্রুডো এবং কানাডার প্রাদেশিক ও আঞ্চলিক নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর ডগ ফোর্ড আরো বলেছেন, ‘আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলছি, যদি যুক্তরাষ্ট্র এমনটি করে তখন আমার প্রথম কাজ হবে অন্টারিও এবং কানাডিয়ানদের রক্ষা করা।’

ফোর্ডের অফিস বুধবার এএফপি’কে জানিয়েছে,গত বছর অন্টারিও মিনেসোটা, নিউ ইয়র্ক, এবং মিশিগানে ১২ টেরা-ওয়াট বিদ্যুত রপ্তানি করেছিল। যা প্রায় ১৫ লক্ষ বাড়ির জন্য যথেষ্ঠ ছিল।



আপনার মূল্যবান মতামত দিন: