odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

ঘূর্ণিঝড় চিডো’র কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি

odhikarpatra | প্রকাশিত: ১৪ December ২০২৪ ২৩:৪০

odhikarpatra
প্রকাশিত: ১৪ December ২০২৪ ২৩:৪০

ঘূর্ণিঝড় চিডো ফরাসি-ভারত মহাসাগরে শনিবার  ফ্রান্সের মায়োটে অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গভর্নর ফ্রাঁসোয়া-জাভিয়ের বিউভিল সবাইকে আশ্রয় কেন্দ্র নেওয়ার নির্দেশ দিয়েছেন। গভর্নর ফ্রাঁসোয়া-জাভিয়ের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায় ।

গভর্নর বলেন, ঘূর্ণিঝড় চিডো অত্যন্ত তীব্র ঝড় যার বাতাসের গতি প্রতি ঘন্টায় ১৮০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে (১১২ মাইল)। 

ঘূর্ণিঝড়টি এলাকার কাছাকাছি আসার সাথে সাথে কর্তৃপক্ষ ৩২০,০০০ বাসিন্দাকে চলাচল নিষিদ্ধ করে।

স্থানীয় সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছে, উদ্ধার ও নিরাপত্তা পরিষেবা এবং সমস্ত কর্মকর্তা সঙ্কট ব্যবস্থাপনার জন্য সংঘবদ্ধ আছেন। 

কাউন্সিল প্রধান বেন ইসা ওসেনি শুক্রবার জানিয়েছেন, ঝড়টি উত্তর মায়োটের উপর দিয়ে যাওয়ার কথা থাকায় সকাল ৭:০০ টায় (০৪০০ জিএমটি) সতর্ক বার্তা কার্যকর হয়। 

৫৭ বছর বয়সী পূর্ব উপকূলের মাজিকাভো-কোরোপা গ্রামের বাসিন্দা ফাতিমা এএফপিকে বলেছেন, ’আমরা সত্যিই ভয় পাচ্ছি।’ পানির বোতল, খাবার, মোমবাতি মজুদ করেছি।

আবহাওয়া সেবা মেটিও ফ্রান্স বলেছে, সকাল ৬ টায়, ঝড়টি মায়োটের প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল ।



আপনার মূল্যবান মতামত দিন: