odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

কাতারের প্রতিনিধিদল সিরিয়া যাচ্ছেন : কাতারের কূটনীতিক

odhikarpatra | প্রকাশিত: ১৪ December ২০২৪ ২৩:৫২

odhikarpatra
প্রকাশিত: ১৪ December ২০২৪ ২৩:৫২

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার জন্য কাতারের একটি প্রতিনিধিদল রোববার সিরিয়া সফরে   যাবেন। 

কাতারের এক কূটনীতিক শুক্রবার এএফপি’কে একথা বলেছেন।

স্পর্শকাতর সফরের কারণে নাম প্রকাশে অনিচ্ছুক কাতারের কূটনীতিক বলেছেন, ‘কাতারের প্রথম প্রতিনিধিদল রোববার সিরিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। সফরে প্রতিনিধিদল সিরিয়ায় পুনরায় কাতারের দূতাবাস চালু এবং সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করবেন।

আসাদ সরকারের আমলে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দোহা ২০১১ সালে সিরিয়ায় তাদের কূটনৈতিক মিশন বন্ধ করে রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেয়।



আপনার মূল্যবান মতামত দিন: