odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

গর্ভাবস্থার সময় আলিয়ার ওজন বেড়ে গিয়েছিল, তবে দ্রুত সেই অতিরিক্ত মেদ কমিয়েছেন।

odhikarpatra | প্রকাশিত: ২ October ২০২৫ ১৪:৪৩

odhikarpatra
প্রকাশিত: ২ October ২০২৫ ১৪:৪৩

অধিকার পত্র ডেস্ক 

গুণী অভিনেত্রী আলিয়া ভ্যাট সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার গর্ভাবস্থার সময় ও পরবর্তী সময়ে ওজন বৃদ্ধি ও হ্রাসের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাঁর কথায়, কন্যা রাহা জন্মের পর গর্ভাবস্থার অতিরিক্ত ওজন দ্রুত কমিয়ে নিতে সক্ষম হন তিনি।

আলিয়া বলেন, “রাহা জন্মের পর ওজন অনেকটাই বাড়ে,” এবং “স্তন্যদান একটি কার্যকর ভূমিকা পালন করেছে”। পাশাপাশি, তিনি বলেছেন যে সুষম আহার ও নিয়ন্ত্রিত জীবনযাপন ছিল তাঁর ওজন কমানোর মূল চাবিকাঠি।

তবে এই পরিবর্তনকে সামাজিক মিডিয়ায় সমালোচনাও ছিল। অনেকেই মন্তব্য করেছিলেন যে আলিয়ার শারীরিক পরিবর্তন হয়তো কোনো “প্রক্রিয়া” দ্বারা হয়েছে। তিনি জবাব দেন, “আমি কোনো কৃত্রিম উপায় গ্রহণ করিনি, সবকিছু ছিল স্বাভাবিক পন্থায়।”

চিকিৎসাবিদদের মতে, গর্ভাবস্থায় মহিলাদের ওজন বৃদ্ধি স্বাভাবিক। তবে সেই ওজন হ্রাসে থাকা উচিত সৎ ও নিয়ন্ত্রিত পদ্ধতি — অত্যধিক কঠোর ডায়েট, হাই রিস্ক পদ্ধতি স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। আলিয়া ও চিকিৎসাবিদ উভয়ই এই দিক থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: