odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত কোন প্রকার নোট বাংলাদেশ ব্যাংক মুদ্রণ করেনি

odhikar patra | প্রকাশিত: ৩ September ২০১৯ ১৯:১৮

odhikar patra
প্রকাশিত: ৩ September ২০১৯ ১৯:১৮

 

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০১৯  : বাংলাদেশ ব্যাংক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত কোন প্রকার নোট মুদ্রণের উদ্যোগ গ্রহণ করেনি।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্বে) সাঈদা খানম স্বাক্ষরিত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ১০০ টাকা মূল্যমানের নতুন মুদ্রিত নোটের ছবি পাওয়া যাচ্ছে। এ নোটের সম্মুখভাগের বাম পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পেছনভাগে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ছবি রয়েছে। ফেসবুকের কতিপয় আইডির মাধ্যমে এ তথ্য ছড়ানো হয়েছে যা অনেক গণ্যমান্য ব্যক্তি কর্তৃক শেয়ার করা হচ্ছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে এ ধরনের ছবি সম্বলিত যে নোটের ছবি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী এ ধরনের নোটের ছবি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা না করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে। এ ধরনের বিভ্রান্তি সৃষ্টিকারী ব্যক্তিবর্গকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার লক্ষ্যে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকের পক্ষ থেকে আহবান জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন: