odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫
কুমিল্লার সেইল্লা ও শরীয়তপুরের কাইয়ুম এর মূল হোতা

মালয়েশিয়া নিয়ে নিরীহ বাঙালির উপর নির্মম নির্যাতন চালিয়ে মুক্তিপন আদায় করে একটি চক্র

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ October ২০১৯ ১৫:১০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ October ২০১৯ ১৫:১০

 

কুখ্যাত চোরাকারবারি দালাল চক্রের মূল হোতা, কুমিল্লা জেলার, ভাংগুরা থানার অন্তর্গত দেউরা গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ সেলিম ওরফে সেইল্লা, তার সুন্দর চেহারা আর কূট কৌশল দারা গ্রামের সহজ সরল লোকজন কে প্রতারনার ফাদে ফেলে কম টাকায় মালয়েশিয়া যাওয়ার ফাঁদে ফেলে, সহজ সরল গ্রামের লোকজন অল্প মূল্য মালয়েশিয়ায় যাওয়ার লোভে তার ফাদে আটকা পড়ে,মালয়েশিয়া যাওয়ার পারে তার ভিন্ন রুপ সে গ্রামের সহজ সরল লোকদের মালয়েশিয়া আটকে রেখে বিভিন্ন ফন্দি ফিকিরে টাকা আদায় করে, যদি টাকা আাদায়ে ব্যার্থ হয় তবে তাদেরকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। প্রকাশ থাকে যে মাসখানেক আগে তার এ অপকর্মের জেরে মালয়েশিয়ান দূতাবাস তাকে কারাগারে আটক করে পরে তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। কিন্তুু পূনরায় সে ইন্দোনেশীয়া দিয়ে অবৈধ ভাবে মালয়েশিয়া গমন করে পূর্বের ন্যায় মানব পাচার সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে লিপ্ত রহিয়াছে। রমনা থানায় মামলা হয়েছে, কোর্ট আসামী ফেরারী তাই পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় দৈনিক সমকাল     
প্রকাশ থাকে যে তার এ অপকর্মের মূল সহযোগী হিসেবে শরিয়তপুর জেলার পালং থানার বিনোদনপুর সারিয়া কান্দি গ্রামের হেমায়েত উদ্দিনের ছেলে কাইয়ুম,



আপনার মূল্যবান মতামত দিন: