odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

আজিজুল বারী হেলাল কারাগারে

odhikar patra | প্রকাশিত: ২৭ November ২০১৯ ০২:১৩

odhikar patra
প্রকাশিত: ২৭ November ২০১৯ ০২:১৩

চকবাজার থানায় করা নাশকতার এক মামলায়  আজিজুল বারী হেলালের বিএনপি নেতা জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল এ আদেশ দেন। 

এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, আসামি আজিজুল বারী হেলাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে তার দলের নেতাকর্মীর নাশকতা চালায়। এ ঘটনায় রাজধানীর চকবাজার থানার এস আই বাদী হয়ে ২০১৪ সালের ২৪ ডিসেম্বর মামলা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: