odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

ভোটে না এলে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি: হানিফ

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১০ July ২০২৩ ২৩:২৭

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১০ July ২০২৩ ২৩:২৭

নিজস্ব প্রতিবেদক: 

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নেতারা। 

হানিফ বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে এবং বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। যদি না করে করে তাহলে অস্তিত্ব সংকটে পড়বে।  

আজ সোমবার (১০জুলাই) দুপুরে কুষ্টিয়ার হরিপুরে গড়াই নদী ভাঙন পরিদর্শন ও নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি। 

হানিফ বলেন, বিএনপির মূল ভরসার জায়গা হচ্ছে বিদেশি ষড়যন্ত্র। কারণ, দেশের জনগণের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। দেশের জনগণ তাদের পক্ষেও নাই। দেশের জনগণ যদি পক্ষে না থাকে তাহলে কোনো আন্দোলনও সফল হয় না। ‘এই কথা বিএনপিও জানে বলেই তাদের এখন মূল ভরসার জায়গা বিদেশি ষড়যন্ত্রের ওপর।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা বলেন, বিএনপি মুখে এক কথা বলছে, আর ভিতরে ভিতরে নির্বাচনের প্রস্তটি নিচ্ছেন। বিএনপি আসলে সরকার পতনের আন্দোলনের কথা বলে তাদের জনবিচ্ছিন্ন কর্মীদের মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করছেন। বিএনপির লক্ষ নির্বাচনে যাওয়া। হানিফ আরও বলেন, বিএনপির স্বভাব হচ্ছে সবসময় দ্বিচারিতা টাইপের। ওরা মুখে এক কথা বলে আর কাজ করে তার উল্টো। বিএনপির ঠকবাজি এসব কর্মকাণ্ড দেশের জনগণ জানে। অতএব এবার দেশের জনগণকে কোনো কিছু করেই বিভ্রান্ত করা যাবেনা।



আপনার মূল্যবান মতামত দিন: