odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫
‘নারীবিদ্বেষী বক্তব্য’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মির্জা ফখরুলের কুশপুত্তলিকা দাহ

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১২ July ২০২৩ ০০:১১

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১২ July ২০২৩ ০০:১১

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি করপোরেশেনের হিট অফিসার বুশরা আফরিনকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘নারীবিদ্বেষী, শালীনতা বহির্ভূত’ মন্তব্য করেছেন বলে অভিযোগ এনে মির্জা ফখরুলের কুশপুত্তলিকা পুড়িয়েছেন ছাত্রলীগের নারী নেতাকর্মীরা। এ সময় মির্জা ফখরুলকে সংবাদ সম্মেলন ডেকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা।

আজ মঙ্গলবার (১১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। তবে তারা ছাত্রলীগে নিজেদের সাংগঠনিক পরিচয়ে বক্তব্য দেন। এতে ঢাবির নারী হল, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও হোম ইকনোমিক্সের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখী বলেন, ‘মির্জা ফখরুলের বক্তব্য শুধু কুরুচিপূর্ণই নয়, তার চিন্তাভাবনাও নিচু মনের। তাদের রাজনৈতিক দলের যে দৈন্য– তারা নারীদের কতটা ছোট করে দেখে তারই প্রতিফলন ঘটেছে এই বক্তব্যে। তিনি যেন নারী সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চান।’

তিনি আরও বলেন, ‘যখন শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের নারী ফুটবলাররা সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে, সেই জায়গায় মির্জা ফখরুল কীকরে এই মন্তব্য করেন। তিনি যেন আরও সাবধান হয়ে কথা বলেন।’

ঢাবির কুয়েত-মৈত্রী হল ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা বলেন, ‘একটা গুরুত্বপূর্ণ পদে থেকে সবসময় সবকিছু বলা যায় না। মির্জা ফখরুলকে সেটা বুঝতে হবে। আপনি নারী সমাজের কাছে ক্ষমা চাইবেন। তা না হলে আমাদের প্রতিবাদ চলবে।’

গভার্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতী বলেন, ‘মির্জা ফখরুলরা কখনোই নারীর অগ্রযাত্রায় বিশ্বাস করেন না। লুটতরাজ, জঙ্গিবাদ ও উগ্রবাদী নারী বিদ্বেষের কারণে বহু আগেই এ দেশের নারী সমাজ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। আগামী জাতীয় নির্বাচনেও নারী সমাজ তাদের বয়কট করবে।’

এ সময় ইডেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীবা আক্তার সাইমুনসহ ঢাবির বিভিন্ন হল ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: