odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

কর্মসূচির নামে কাউকে রাস্তা আটকাতে দেওয়া হবে না : ডিএমপি কমিশনার

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৯ July ২০২৩ ০৪:০৩

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৯ July ২০২৩ ০৪:০৩

নিজস্ব প্রতিবেদক :

রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে রাস্তা আটকাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ শুক্রবার (২৮ জুলাই) রাতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, আমরা কাউকে পথ আটকাতে দেব না। যদি কেউ আটকায়, তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।

সরকার পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এই কর্মসূচি ঘোষণা দেন। এদিকে, বিএনপির অবস্থান কর্মসূচির প্রতিবাদে ঢাকার প্রবেশমুখে সমাবেশের ঘোষণা দিয়েছে যুবলীগ।

এছাড়া শনিবার রাজধানীর প্রবেশমুখে অবস্থানের একই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলো। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রাজধানীর সব প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা করার পর সন্ধ্যায় আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষ থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসে।



আপনার মূল্যবান মতামত দিন: