odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

খালেদা জিয়ার পক্ষে ৫৮২ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ September ২০২৩ ২২:৩০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ September ২০২৩ ২২:৩০

দেশের ৫৮২ জন বিশিষ্ট নাগরিক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশের বিশিষ্ট নাগরিকরা বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

গত ৯ আগস্ট অসুস্থ হয়ে পড়লে দেশের জননন্দিত এ নেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মতো অবস্থানে চলে গেছেন। দেশে তাকে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভানস সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট প্রয়োজন।

তাই আমরা সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনা করে তাকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানাই।’



আপনার মূল্যবান মতামত দিন: