ঢাকা | শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

বরখাস্ত হলেন জার্মান কোচ হানসি ফ্লিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২২

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২২

রবিবার রাতে প্রীতি ম্যাচে ঘরের মাঠে জাপানের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে জার্মানি। লজ্জাজনক হারের পর থেকেই গুঞ্জন ছিল চাকুরি হারাতে যাচ্ছেন জার্মানির কোচ হানসি ফ্লিক। শেষ পর্যন্ত তাই হলো। বরখাস্ত করা হলো ৫৮ বছর বয়সী এই কোচকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফবি।

শুধু ফ্লিকই নন, তার সহকারী দুই কোচ মার্কাস সর্গ এবং ড্যানি রোহলকেও একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ক্রীড়া পরিচালক রুডি ফোলারকে নিয়োগ দিয়েছেন জার্মান ফুটবল ফেডারেশন। তাকে সহায়তা করবেন হ্যানেস উলফ এবং স্যান্ড্রো ওয়াগনার। আগামী মঙ্গলবার ডর্টমুন্ডে দলের দায়িত্ব নেবেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন: