odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

৪৫ মিলিয়ন ইউরোতে আল আরাবিতে ভেরাত্তি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ September ২০২৩ ১৬:৩৫

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ September ২০২৩ ১৬:৩৫

সম্প্রতি প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তিতে সই করেছেন মিডফিল্ডার মার্কো ভেরাত্তি। তবে প্যারিসে খুব বেশীদিন খেলতে পারছেননা তিনি।

ইতালির এই সেন্ট্রাল মিডফিল্ডারকে দলে ভেড়ানোর প্রক্রিয়া অনেকটাই শেষ করে এনেছে কাতার ভিত্তিক ক্লাব আল আরাবি। যার বিনিময়ে গুনতে হবে ৪৫ মিলিয়ন ইউরো। ফলে এই গ্রীষ্মের শেষেই প্যারিস থেকে পাততাড়ি গুটাতে যাচ্ছেন ক্লাবটির বড় তারকাদের তালিকায় থাকা ভেরাত্তি। এই বছর চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো সত্বেও কোচ লুইস এনরিখ জানিয়েছেন এই খেলোয়াড়ের সার্ভিস আর বেশীদিন নিতে হবে না। ৩০ বছর বয়সি এই তারকার বর্তমানে বার্ষিক উপার্জন ৬ মিলিয়ন ইউরো।

গণমাধ্যমকে স্প্যানিশ কোচ বলেছেন তার ভবিষ্যৎ পরিকল্পনায় নেই ভেরাত্তি। ১২ মিলিয়ন ফিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন ভেরাত্তি। প্যারিসের ওই ক্লাবটির হয়ে এ পর্যন্ত ৬টি লিগ ও সমান সংখ্যাক কাপ শিরোপা জয় করেছেন তিনি। ২০২০ সালে আজ্জুরিদের ইউরো শিরোপা জয়েও গুরুত্বপুর্ন ভুমিকা রেখেছিলেন ভেরাত্তি।

সূত্র: বাসস



আপনার মূল্যবান মতামত দিন: