odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

নির্বাচন নিয়ে ডিসি এমন কথা বলতে পারেন না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী 

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৩ September ২০২৩ ০০:০৫

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৩ September ২০২৩ ০০:০৫

নিজস্ব প্রতিবেদক:

আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদের বক্তব্য খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জনপ্রশান প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এর আগে, গত সোমবার জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নৌকার পক্ষে ভোট চান ডিসি মো. ইমরান আহমেদ। তার এ বক্তব্য মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনা শুরু হয়। 

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘নির্বাচন নিয়ে ডিসি ভিডিওতে যা বলেছেন তা খতিয়ে দেখা হবে। নির্বাচন সামনে নিয়ে একজন ডিসি এমন কথা বলতে পারেন না। তাদেরকে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠানো হয়।’

অবশ্য ডিসি ইমরানের বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে কি না, তা যাচাই করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগ, বক্তব্য টুইস্ট করা যায়। ডিসির বক্তব্য খতিয়ে দেখার পর সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।’



আপনার মূল্যবান মতামত দিন: