odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

পেরুতে বাস খাদে পড়ে নিহত অন্তত ২৪

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ September ২০২৩ ১০:১৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ September ২০২৩ ১০:১৫

পেরুতে বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত এবং আহত হয়েছেন আরো ২১ জন। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় রাতে এই দুর্ঘটনা ঘটে। পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। দেশটির আনকো জেলার মেয়র ম্যানুয়েল জেভালোস পাচেকো স্থানীয় গণমাধ্যম নিউজ আউটলেট আরপিপিকে বলেন, বাসটি কমপক্ষে ১৫০ মিটার (৪৯২ ফুট) নিচে পড়েছিল। পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

দুর্ঘটনার পর স্থানীয়রা প্রথমে ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে থাকা কয়েকজন যাত্রীকে জীবিত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ও দমকলকর্মীরা জীবিতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে সক্ষম হয়।

সূত্র: বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন: