odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

পুলিশ নয়, নিজেদের কার্যালয়ে বিএনপিই তালা ঝুলিয়েছে: ডিএমপি

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৪ November ২০২৩ ১৩:১৬

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৪ November ২০২৩ ১৩:১৬

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চাইলে তাদের কার্যালয়ে কার্যক্রম চালাতে পারবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আজ মঙ্গলবার ( ১৪ নভেম্বর) সকালে বিএনপির অবরোধে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় আহত রোগীদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।  ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপি চাইলে তাদের কার্যালয়ে সকল কার্যক্রম চালাতে পারবে। আমাদের কোনো বাধা নেই।’ 

বিএনপির কার্যালয় পুলিশ ঘিরে রেখেছে। নির্বাচন একদিকে ঘনিয়ে আসছে, আরেকদিকে বিএনপির প্রধান কার্যালয়ে তালা ঝুলছে, এটি কতটা যুক্তিসঙ্গত—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপির কার্যালয়ে তারা নিজেরাই তালা ঝুলিয়ে রেখেছে। আপনারা জানেন, সেখানে ১২ মাস পুলিশ নিরাপত্তায় নিয়োজিত থাকে। আমরা এরই ধারাবাহিকতায় সেখানে পুলিশের পাহারা রেখেছি।’



আপনার মূল্যবান মতামত দিন: