odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

বাংলাদেশে আরব বসন্ত ঘটার কোনো সুযোগ নেই : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৭ December ২০২৩ ১৬:২৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ December ২০২৩ ১৬:২৬

বাংলাদেশে আরব বসন্ত ঘটার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশে আরব বসন্তের মতো বিপ্লব বা অভ্যুত্থান হওয়ার ঝুঁকি নিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বক্তব্য নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘এ ধরনের কিছু হওয়ার সুযোগ বাংলাদেশে নেই।’

তিনি বলেন, ‘রাশিয়া কী বলেছে; এগুলো আমাদের ইস্যু না। অনেকে অনেক ধরনের (কথা) বলবে, সেটা তাদের ইস্যু। আমরা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করি। সবার সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এই নীতিতে। কে কী বললো, না বললো সেটা তাদের মাথা ব্যথা।

আজ রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘৫২ বছরে বাংলাদেশের অর্জন’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোমেন।

আরব বসন্তের সম্ভাবনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার তো মনে হয় না, এ ধরনের কোনো সুযোগ নাই। আমরা একটা গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনার কারণে আমাদের দেশে গণতন্ত্র সমুন্নত আছে। আর আমরা ৭ জানুয়ারি নির্বাচন করব। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা করব। আমরা খুব ভালোভাবে চলছি।’



আপনার মূল্যবান মতামত দিন: