odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় কামিন্স

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ December ২০২৩ ১৬:২৫

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ December ২০২৩ ১৬:২৫

দুবাইয়ে চলছে আইপিএলের নিলাম। প্যাট কামিন্সের নাম ওঠার আগে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার রভম্যান পাওয়েল। ৭ কোটি ৪০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

তবে পাওয়েল সহ আইপিএলের আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্স।

নিলামে এই পেসারকে নিয়ে এক প্রকার যুদ্ধ চলেছে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ানস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স সব দলই কামিন্সকে পাওয়ার লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাঁকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এর মাধ্যমে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক কামিন্স। 



আপনার মূল্যবান মতামত দিন: