odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

নির্বাচন সুষ্ঠু না হলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বাংলাদেশ : শঙ্কা ইসি আনিছুরের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ January ২০২৪ ১৪:৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ January ২০২৪ ১৪:৪৬

নির্বাচন অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচন না হলে আমরা (বাংলাদেশ) বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। তাই কোনো মতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। ’ 

আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

ইসি আনিছুর রহমান বলেন, ‘মাঠ পর্যায়ে কাজ করা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পক্ষপাতহীনভাবে কাজ করতে হবে। কোনো দল, মত কারও পক্ষেই কাজ করা যাবে না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে এই নির্দেশনাই সবাইকে মেনে চলতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: