odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৮৬ জন নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ March ২০২৪ ১৬:৪৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ March ২০২৪ ১৬:৪৩

ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা পাঁচ মাস ধরে নির্বিচারে নৃশংসতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে অবরুদ্ধ ওই ভূখণ্ডে তীব্র মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে অস্থায়ী তাঁবুসহ আশ্রয় কেন্দ্রগুলোতে দিনাতিপাত করছে।

এদিকে, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৮৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩০ হাজার ৭১৭ জন এবং আহত হয়েছেন ৭২ হাজার ১৫৬ জন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৮৬ জনের মৃত্যু হয়েছে।  

সূত্র: আল জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: